নিউজ ডেস্ক।।
শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে সরকার নিষেধ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার নিষেধ করেছে।’
আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নাগরিক সমাজের অনেকে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে, তৃতীয় কোনো পক্ষ, স্বার্থান্বেষী মহল যেন কোনো সুবিধা নিতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকতে হবে।’
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জামায়াত নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি গণদাবি ছিল। সেটা পূরণ করায় সরকারকে ধন্যবাদ জানাই। জামায়াত নিয়ে মির্জা ফখরুলের বিবৃতি প্রমাণ করে, তাদের সম্পর্ক কত গভীর।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com