
আলমগীর কবির।।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে ফুলেল সংবর্ধনা দিয়েছে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গন।
শনিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে তাকে সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি শিল্পকলা একাডেমী ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেন এবং ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় জেলা শিল্পকলা একাডেমী, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, জাসাস কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা শাখা, কুমিল্লা সাংস্কৃতিক জোট, ঐতিহ্য কুমিল্লা, অধুনা থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জেলা কালচারাল অফিসার এটিএম কামরান হাসান, সাবেক জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মজুমদার, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী ও এনসিপি নেতা জায়েদ আহমেদসহ জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com