
কুবি সংবাদদাতা।।
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আয়োজনে আনন্দলোক স্কুল প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের নিয়ে ‘পুষ্পায়ন’ কর্মসূচি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত নানান কার্যক্রমের মাধ্যমে ‘পুষ্পায়ন’ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা, রোটারেক্ট ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লার রোটারিয়ানবৃন্দ, রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনের শুরুতেই রোটারেক্ট সদস্যরা আনন্দলোক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শালবন বিহার পরিদর্শনে যান। সেখানে শালবন বিহারের স্থাপত্য, সাংস্কৃতিক ইতিহাস এবং পুরাতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
বিকালে আনন্দলোক স্কুলের শিশু-কিশোরদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা। গান, কবিতা, পিলো পাসিং, বল ছোড়া, বেলুন ফুলানোসহ নানা খেলায় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, “পুষ্পায়ন আমাদের কাছে শুধু একটি প্রজেক্ট নয়, এটি আমাদের দায়িত্ববোধের প্রকাশ। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই এলাকার মানুষ—এই মাটিই আমাদের বেড়ে ওঠার জায়গা। তাই এই অঞ্চলের শিশুদের জন্য কিছু করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। প্রতিটি শনিবার যখন আমরা শিশুদের পাশে দাঁড়াতে যাব, তখন শুধু রোটারেক্ট নয়, পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবো এটাই আমাদের গর্ব। আশা করি ‘পুষ্পায়ন’ শিশুদের শেখার আগ্রহ বাড়াবে, তাদের আত্মবিশ্বাস গড়ে দেবে এবং সামান্য হলেও তাদের ভবিষ্যতের পথে আলো জ্বালাবে। আমরা চাই আমাদের ছোট্ট এই উদ্যোগ এলাকার মানুষের জন্য একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক।”
উল্লেখ্য, ‘পুষ্পায়ন’ কর্মসূচি আগামী ছয় মাসব্যাপী চলবে, যেখানে প্রতি সপ্তাহে একদিন রোটারেক্ট সদস্যরা আনন্দলোক স্কুলে গিয়ে শিশুদের জন্য শিক্ষাদান, নৈতিক শিক্ষা এবং উৎসাহমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com