নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, “ সমৃদ্ধ দেশ গড়তে প্রয়োজন সুশিক্ষা মাধ্যমে গড়ে উঠা সুদক্ষ জনশক্তি। সরকার দক্ষ জনশক্তি তৈরীতে সুশিক্ষা বিস্তারকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্ধ দিচ্ছেন।
বৈশ্বিক মহামারী ‘করোনা’ আমাদের মারাত্মক আঘাত হেনেছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমাদের সন্তানদের জীবন রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রেখেছিল সরকার। বর্তমানে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান চালু হলেও শিক্ষাঙ্গনের কাঙ্খিত পরিবেশ এখনো ফিরে আসেনি। তবুও থেমে থাকেনি সরকারের উন্নয়ন। করোনা মহামারীকালে পাড়া-মহল্লায় গড়ে উঠেছে বিভিন্ন মাদ্রাসা সহ নানা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি তৈরীতে কতটা সক্ষম তা প্রশ্নবিদ্ধ।
শুধু ধর্মীয় শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষা নিশ্চিত হয় না। আবার আধুনিক শিক্ষা কিংবা ইংরেজি শিক্ষার নামে কিন্ডার গার্টেন স্কুলগুলি প্রচারনা চালালেও তাদের সেই দক্ষ শিক্ষক কিংবা যথার্থ পরিবেশ নেই। আমাদের সন্তাদের দক্ষ করে তুলতে ধর্মীয় শিক্ষা কিংবা ইংরেজি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, ভাষা- সাহিত্য,সংস্কৃতি সহ সকল বিষয়ে জ্ঞান অর্জন জরুরী। ”
রবিবার (১৬ জানুয়ারী) দুপুরে কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কামাইরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে নতুন ভবনের কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, নবনির্বাচিত কালিরবাজার ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া, সাধারন সম্পাদক মো. ইউনুছ।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, নির্মাণ কাজের ঠিকাদার যুবলীগ নেতা কাজী মোশারফ হোসেন রিপন, প্রধান শিক্ষক নাজমা আক্তার , নবনির্বাচিত ইউপি মেম্বার নজরুল ইসলাম, যুবলীগ নেতা আওলাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগ নেতা মো. ফরহাদ হোসেন। এসময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com