মাহফুজ নান্টু।।
জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনার শোক জানাতে কালো ব্যাজ ধারণ করেছে কুমিল্লা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আগস্ট মাসের প্রথম দিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের বুকে কলো ব্যাজ পরিয়ে দেন অধ্যক্ষ নার্গিস আক্তার।
এ সময় অধ্যক্ষ নার্গিস আক্তার শিক্ষার্থীদের মাঝে আগস্ট মাসে জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার ঘটনা তুলে ধরেন।
অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে।
সেই সঙ্গে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকেও হত্যা করে ঘাতকরা।
এই ঘটনা আমাদের জাতীর জন্য শোকের।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com