কুবি প্রতিনিধি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হকের একটি গবেষণা প্রকল্প। এছাড়া আরো আটটি গবেষণা প্রকল্পকে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়টি। গত রবিবার (১৬ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইনুল হকের গবেষণা প্রকল্পের বিষয়বস্তু হলো 'লিটারেটাস ভিশন এন্ড পার্সপেক্টিভ অব লাইব্রেরি এন্ডেভর: ইসভেস্টিগেটিং রিডার্স অপিনিয়ন এন্ড এটিটিউড রিগার্ডিং স্মার্ট লাইব্রেরি ইন্টারভেনশন ইন কুমিল্লা ডিস্ট্রিক্ট।' এক বছর মেয়াদী এই গবেষণা প্রকল্পের আওতায় তিনি গবেষণার জন্য তিন লক্ষ টাকার বাজেট পাবেন।
এছাড়া আরো জানা যায়, নির্ধারিত ৯ টি গবেষণা প্রকল্পের গবেষকগণের সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে আগামী ৭-১১ মে সকাল নয়টা থেকে বিকাল তিনটার মধ্যে চুক্তি সম্পাদন করা হবে।
মোহাম্মদ আইনুল হক বলেন, 'এরকম একটি গবেষণা প্রকল্পে কাজ করতে পারবো তার জন্য আমি আনন্দিত। আমার কাজটা হচ্ছে স্মার্ট লাইব্রেরি নিয়ে। ব্যবহারকারীরা কেমন স্মার্ট লাইব্রেরি চায় এই বিষয়ে আমি স্টাডি করবো।'
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com