নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক আয়েজিত "আবদুর রহমান মাষ্টার ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি- ২০২২ " এর বৃত্তি পরীক্ষা নগরীর চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৫০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
বেলা ১১ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এলাকার কৃতি সন্তান এনট্রাস্ট ফ্যাশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আবদুর রহমান ফাউন্ডেশনের চেয়াম্যান ইন্জিনিয়ার মোঃ আক্তারুজ্জামান রিপন, সদর দক্ষিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ বাবুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ।
বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও ধনেশ্বর উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন জানান, এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা শিক্ষক কর্মচারীরা মিলে এ আয়োজনের করে আসছি। এ কর্মসূচিতে এলাকার সুধী সমাজ আমাদের বেশ অনুপ্রেরণা জোগাচ্ছেন। বিপুল পরিমাণ শিক্ষার্থী আমাদের উদ্যোগ সাড়া দিচ্ছে এতে আমরা গর্বিত।
সংগঠনের সাধারণ সম্পাদক ও চৌয়ারা গার্লস হাইস্কুলে সহকারী শিক্ষক আবুল বাসার শিপন জানান, আগামী ২২ জানুয়ারী ২০২৩ বৃত্তিপ্রাপ্ত ১০৮ জন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হবে। আমাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আগামীতে সংগঠনের কর্মকাণ্ডের পরিধি আরও বাড়ানো হবে।