মাহফুজ নান্টু।।
কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন আলেকদিয়া গ্রামে এক হিন্দু পরিবারে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর দক্ষিন থানা পুলিশ।
জানা যায়, ১ নভেম্বর সদর দক্ষিণ থানাধীন আলেকদিয়া গ্রামে এক হিন্দু পরিবারে ডাকাতি করে তাদের জমানো স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় সদর দক্ষিণ থানা মামলা রুজু হয়।
ঘটনার পরপরই কুমিল্লা পুলিশ সুপার নির্দেশনায় সদর দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় ও অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী এবং সহকারি পুলিশ সুপার প্রশান্ত পালের পরামর্শে আসামিদেরকে সনাক্ত পূর্বক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৫ নভেম্বর রাতে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলো- সদর দক্ষিণ থানার চন্ডিপুর গ্রামে সৈয়দ আলীর ছেলে শাহ আলম বেবু (৪৭) ও একই এলাকার মৃত জহিরুল ইসলাম ভূইয়ার ছেলে শফিউল্লাহ রানা (৩৮)
গ্রেপ্তারকৃত দুর্ধর্ষ ডাকাত শাহ আলম বেবু নিজেকে জড়িয়ে তার সঙ্গে অপরাপর ডাকাতদের নাম উল্লেখ পূর্বক আদালতে ঘটনার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। বলে পুলিশ জানায়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com