মাজহারুল ইসলাম নোমান।।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এর নেতৃত্বে আনসার বাহিনী ও সদর দক্ষিণ মডেল থানার সহযোগিতায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালীরবাজারের নিকটে নলকুড়ি গ্রাম থেকে ৯-৪-২০২২ ইং তারিখে রাত ১.৩০ টায় ১টি পিকআপ পূর্ণ ২০ টি ভারতীয় শাড়ির বস্তা জব্দ করা হয়।
এতে মোট ১৭০১টি বিভিন্ন মানের শাড়ি রয়েছে। যার আনুমানিক মূল্য গাড়িসহ ৪১,০৬,৫০০/-(এক চল্লিশ লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা।
সদর দক্ষিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান গাড়ির চালকসহ তার সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সদর দক্ষিন উপজেলা প্রশাসন সার্বক্ষণিক অপরাধ দমনে তৎপর এবং জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com