লাকসাম প্রতিনিধি।।
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২১ মে) সকালে লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, মিজানুর রহমান, কামাল হোসেন, শহীদুল ইসলাম শাহীন, আবুল কালাম, নুর উদ্দিন জালাল আজাদ, মোজাম্মেল হক আলম, চন্দন সাহা, আব্দুল মান্নান, তমিজ উদ্দিন চুন্নু, মাসুদুর রহমান, শাহ নুরুল আলম, আহসান উল্লাহ, মাসুদ পারভেজ রনি, মোঃ জাহিদ, দেবব্রত পাল বাপ্পি, আব্দুল জলিল, জিএমএস রুবেল, আমজাদ হাফেজ সহ লাকসামে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্তা ও হয়রানির ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
পাশাপাশি আগামী দিনে যেন কোন সাংবাদিক নির্যাতিত না হয় এজন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com