নিউজ ডেস্ক।।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের আরও তিন নেতাকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। ২৪ ঘণ্টা পর একই কারণে আরও ৩ নেতাকে অব্যাহতি দেওয়া হলো।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন চান্দিনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নকিব মুন্সি, একই উপজেলা ছাত্রলীগের সদস্য ও জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুম বিল্লাহ আবির, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া। অসাম্প্রদায়িক চেতনা বহন করা এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারও ছাত্রলীগের রাজনীতি করার সুযোগ নেই।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com