
স্টাফ রিপোর্টার।।
সাজেক ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় লিওন মাহামুদ (৩০) নামে এক পর্যটক নিহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিওন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শরীয়তপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. সাহাব উদ্দিন।
নিহতের বন্ধু তৌহিদুল ইসলাম জানান, শনিবার রাতে ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে করে সাজেক ভ্রমণে যান তারা। তিন দিন অবস্থান শেষে বুধবার সকালে ঢাকার উদ্দেশে ফেরার পথে পদুয়া এলাকায় অজ্ঞাত একটি বাস লিওনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই শামীম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com