জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট মো. সোহেল মিয়াজীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র্যাব। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় ২৩ বীর ও সিপিসি-২, র্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম জুড়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। তিনি প্রাক্তন রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ বাহিনীর অন্যতম শীর্ষ শুটার হিসেবে পরিচিত। এলাকাবাসী তাকে “খুনি সোহেল” নামে ডাকে। স্থানীয় যুবক রাহাত হত্যা মামলার মূল আসামিও তিনি।
চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে
১. এফআইআর নং-৪১, তারিখ- ৩০ জুন ২০২৫; ধারা- ১৪৩/৩০২/৩৪ দণ্ডবিধি।
২. এফআইআর নং-২৮/৩০১, তারিখ- ২১ নভেম্বর ২০২০; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১৩(গ)।
৩. এফআইআর নং-৪/১৯৮, তারিখ- ০৩ মে ২০১৯; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১৩(খ)।
সোহেল চৌদ্দগ্রামের সবচেয়ে বড় অবৈধ মাদক আমদানিকারক হিসেবে কুখ্যাত। ২০২৪ সালের ৪ আগস্ট তাকে প্রকাশ্যে শটগান হাতে দেখা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
জানা যায়, স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিলে সেনা টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে। সেসময় সোহেলের ঘনিষ্ঠ সহযোগী নজরুল ইসলাম রনিকে সেখান থেকে পাওয়া গেলেও তার নামে কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্তে তার সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে আবারও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সোহেলের সঙ্গে শিহাব নামের এক আসামির যোগসূত্র থাকতে পারে, যার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে।
২৩ বীরের পক্ষ থেকে জানানো হয়, সোহেলকে প্রাথমিক চিকিৎসা শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।