স্টাফ রিপোর্টার।।
সারাদেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টির অপচেষ্টা এবং গোপন রাজনৈতিক তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গৌরীপুর-হোমনা সড়ক, ওয়াপদা এলাকা, ইউনিয়ন পরিষদ চত্বর ও বড় মসজিদ সড়ক হয়ে গৌরীপুর বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ ও সদস্য সচিব খন্দকার রিমন হাসান।
ছাত্রদল নেতাকর্মীরা মিছিল চলাকালে স্বৈরাচার বিরোধী, জামায়াত-শিবির বিরোধী, একাত্তরের পরাজিত শক্তি এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, “সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার দেশবিরোধী চক্রান্তেরই অংশ। দেশের স্থিতিশীলতা বিনষ্টে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে।”
নেতৃবৃন্দ আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই দাউদকান্দিতে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com