স্টাফ রিপোর্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিসি ক্যামেরায় নজরদারি চালিয়ে মাদক ব্যবসা করছিল একটি চক্র। বুধবার (২৫ জুন) বিকেলে যৌথ টাস্কফোর্স অভিযানে সেই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
সীমান্তবর্তী সেনারবাদি এলাকায় বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত আখাউড়া উপজেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন আখাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন বিজিবির সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে ১৫ জন সদস্য, আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার ও ৩ পুলিশ সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নজরুল ইসলামসহ ৭ জন সদস্য।
অভিযানকালে সেনারবাদি গ্রামের মো. মোরশেদ (২৮)-এর বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩,৫০০ পিস ইয়াবা, ৬০০ পিস ট্রাপন্যাল ট্যাবলেট, ৮টি সিসি ক্যামেরা, ২টি ল্যাপটপ, ৩২টি মোবাইল ফোন ও ২১ হাজার টাকা নগদ।
আটককৃতরা হলেন—
১. মো. ইদন মিয়া (২৫),
২. মো. মোরশেদ (২৮),
৩. মোছাঃ আয়মন আক্তার (৩০),
৪. মোছাঃ সপ্না (২৮),
৫. মো. জনি মিয়া (২৯)।
তাঁরা সবাই সেনারবাদি গ্রামের বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com