রাজিব হোসেন জয়।
সৃষ্টি'র উদ্যোগে দাউদকান্দির গৌরীপুরে হত দরিদ্রের মাঝে ঈদ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলার গৌরীপুর বাজারের আদর্শ ডেন্টাল কেয়ার এন্ড সাফীন চক্ষু চিকিৎসালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 'সৃষ্টি'র উপদেষ্টা ও কবি-কলামিস্ট মো. আলী আশরাফ খান; বিশেষ অতিথি ছিলেন, 'সৃষ্টি'র উপদেষ্টা ও রোটারিয়ান ডাঃ মোঃ মোজাম্মেল হক ও 'সৃষ্টি'র সহ-সভাপতি মোঃ শাহআলম সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, 'সৃষ্টি' সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি, মোঃ সফিকুল ইসলাম ও উপস্থাপনায় ছিলেন, 'সৃষ্টি'র সাধারণ সম্পাদকমোঃ এখলাছুর রহমান মুন্সী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, 'সৃষ্টি'র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম রাসেল, ক্রীড়া সম্পাদক মোঃ কাউছার আহমেদ প্রমুখ।
এ সময় ১২০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সংগঠনের সম্মানিত সদস্যরা।
প্রধান অতিথি মো. আলী আশরাফ খান বলেন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেদের ভাগ্যবান মনে করি। 'সৃষ্টি'র লক্ষ্য-উদ্দেশ্য মূলতঃ একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ তৈরি করা। আমরা চাই, এই অতি গুরুত্বপূর্ণ কাজে আপনারাও অংশ নিন এবং জাতি গঠনে এগিয়ে আসুন'।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com