নিউজ ডেস্ক।।
সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একমাস পর চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) বাংলাদেশ সময় দুপুর ১টায় সৌদি আরবের ড. সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত যুবকের নাম আলমগীর পাটোয়ারী। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ৪ এপ্রিল (২৪ রমজান) বৃহস্পতিবার রাতে সৌদি আরবে রাস্তা পারাপার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন আলমগীর। পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের ড. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি একমাস চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় রবিবার (৫ মে) দুপুর ১২টায় মারা যান।
মৃত আলমগীর পাটোয়ারির মেজো ভাই জামাল পাটোয়ারি বলেন, ‘আমার ভাই আলমগীরের বয়স ৪০-এর বেশি। তিনি প্রায় ২০ বছর ধরে প্রবাসে ছিলেন। গত আট মাস আগে দেশে এসে ঘুরে যান। তার পরিবারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে। আমার ভাইয়ের লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চাই।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com