নেকবর হোসেন।।
সৌদি আরবের রিয়াদে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহেল (২৬)। সোহেলের মৃত্যুর খবরে তার পরিবারে চলছে মাতম।
সূত্র জানায়, তিন বছর পূর্বে সৌদি আরবে যান সোহেল। সৌদি আরবের রিয়াদে একটি কফি হাউজে চাকুরি করতেন। সোমবার রাতে (৬ ডিসেম্বর) সোহেল ডিউটি শেষে বাসা ফিরছিলেন। রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা সিগন্যাল নামক এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবরের পর থেকেই নিহত সোহেলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের পিতা আব্দুল লতিফ জানান, সোহেলের বৈবাহিক জীবনে এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে। পরিবারেরও তেমন কোন সম্পদ নেই। সরকারের নিকট আর্থিক সহযোগিতা চাই।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com