নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মো: আবুল (৪৫) এর অকাল মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহে ........... রাজিউন)।
বুধবার রাতে সে বাড়িতে হঠাৎ রক্তবমি করে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁকে নগরীর ট্রমা হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টায় হসপিটালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
এছাড়াও শোক প্রকাশ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাত, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি মাকসুদুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পল্লব, কালিরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেজাউল করিম মিঠু সহ দলীয় নেতাকর্মীরা।
জানা যায়, সালেহ মো: আবুল দীর্ঘদিন ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাঁর বাড়ি আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াহাইশ গ্রামে।
সে কালিরবাজার ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ধনুয়াহাইশ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com