জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ তানভীর হোসেন।
সভায় ইউএনও তানভীর হোসেন বলেন, “মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে হবে। স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধান হলে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে এবং মামলা জটও অনেকটা কমে আসবে।”
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিতদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মালেকুল আফতাব ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান দত্ত, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, বিজিবি প্রতিনিধি মোঃ আলী হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বিআরডি কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মীর হোসেন।
বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মোঃ মনির হোসেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি জনি পাল, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ, সীমান্ত এলাকায় যৌথ অভিযান, পরিবেশ রক্ষায় গরু ও মুরগির খামার নিবন্ধন, এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।