নিউজ ডেস্ক।।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কুমিল্লা থেকে সারাদেশে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে পরিবহন চালক ও হেলপাররা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে হরতালে গাড়ি চালানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। পরিবহন চালাতে গিয়ে পথে যদি আক্রান্ত হই কিংবা মারা যাই তাহলে আমাদের সংসারের কী হবে?
বোগদাদ সার্ভিস কাউন্টারের সুপারভাইজার তুহিন হোসেন বলেন, মালিক সমিতি থেকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা বিষয়টি আগে দেখব। পরিবেশ, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, আন্তঃজেলা বাস মিয়ামি এয়ারকনের কাউন্টার বন্ধ পড়ে থাকতে দেখা গেছে। টার্মিনালে যাত্রী নেই। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করে রাখা হয়েছে বাসগুলো।
পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বলেন, হরতাল হোক আর যা-ই হোক আমরা ব্যবসায়ী। আমাদের কাজ হলো পরিবহন সচল রাখা। বাকিটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করছে। এখন পর্যন্ত আমরা কুমিল্লা জেলা থেকে কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন বন্ধ রাখা সিদ্ধান্ত গ্রহণ করিনি।
আরো দেখুন:You cannot copy content of this page