সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় অবৈধভাবে ড্রেজার দিয়ে জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
বৃহস্পতিবার (১জুন) বিকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের অদুদ মিয়া নামের এক ব্যক্তি ড্রেজার দিয়ে জমির মাটি কাটছেন এমন গোপন সংবাদ পান উপজেলা ভূমি অফিস।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অদুদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় হোমনা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা ভূমি কমিশনার জানান ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com