সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় গতকাল শুক্রবার বিকালে হোমনা পৌরসভার বাগমারা গ্রামে বাল্যবিবাহের বিষয়ে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একই গ্রামের পাশাপাশি দুটি পরিবারে দুটি বাল্যবিবাহের আয়োজন চলছিল।
এ সময় বাল্যবিবাহ দুটি বন্ধের পাশাপাশি " বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭" অনুযায়ী দুটি পরিবারকে মোট (১৫০০০+২০০০০)=৩৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উভয় পরিবারের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহ দিবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জনাব ইউছুফ হাসান
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com