সোনিয়া আফরিন।।
কুমিল্লায় হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের ১৩ বছর ও ১৬ বছরের দুই কিশোরীর বিয়ে বন্ধ করে পরিবারের সদস্যদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। মহিলা বিষয়ক কর্মকর্তা, হোমনা এর সূত্রে তথ্য পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা’র নির্দেশনা মতে বিয়ে বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বরপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে সরে যায়। মেয়ে পক্ষের লোকজনের কাছ থেকে কনের জন্মসনদ সংগ্রহ করে দেখা যায় উভয়ের বয়স ১৮ বছর কম।
এসময় বাল্যবিবাহে দিতে চাওয়ার অপরাধে দুই কিশোরীর বাবাকে "বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭" অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিজ সন্তানদের বাল্যবিবাহ না দেয়া ও নিজ নিজ এলাকায় ভবিষ্যতে বাল্যবিবাহ বন্ধে সক্রিয়ভাবে কাজ করবেন মর্মে মুচলেকা নেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে হোমনা থানা পুলিশের একটি দল।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com