
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার সাংবাদিক মো. দিদার আহমেদ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি স্থানীয় সাপ্তাহিক হোমনার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের দাবি, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দোকানের মালামাল ক্রয়ের জন্য দিদার আহমেদ ঢাকায় যান। ওই দিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দিদারের মা বিলকিস বেগম বলেন, “কিছু দিন আগে গ্রামের একটি পরকীয়ার ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, আবু বকর নামে এক ব্যক্তি আমার ছেলেকে সন্দেহ করে হত্যার হুমকি দেয়। সেই ঘটনার পর দিদার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এখন আমার ধারণা, ওই আবু বকরই আমার ছেলেকে অপহরণ করেছে।”
তিনি আরও জানান, দিদার আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনটি বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। পরে শনিবার (২৫ অক্টোবর) হোমনা থানায় আবারও সাধারণ ডায়েরি করা হয়।
হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশচন্দ্র গুপ্ত বলেন, “সাংবাদিক দিদার আহমেদের নিখোঁজের ঘটনায় তার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com