সোনিয়া আফরিন।।
হোমনায় প্রশাসনের উদ্যোগে মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে উপজেলার তিতাস নদী এবং এর সংলগ্ন খাল-বিলে নিষিদ্ধ জালসহ অন্যান্য ফিক্সড ইঞ্জিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে শতাধিক ম্যাজিক জাল জব্দ করেন।
কুমিল্লার হোমনায় গতকাল মঙ্গলবার (১৩ জুন) মুক্ত জলাশয়ে মৎস সম্পদ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তিতাস নদী ও বিভিন্ন খাল-বিল সহ খোলা জলাশয়ে বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ চায়না দুয়ারী ম্যাজিক জাল জব্দ শেষে মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড( ভূমি) হোমনা ইউছুফ হাসান এর নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তর কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক মো: রবিউল আলম পারভেজ, উপজেলা মৎস্য অফিসার শাহেনুর মিয়া সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং হোমনা থানা পুলিশের একটি দল।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com