সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ ।
চুরি, ডাকাতি, মাদক, জুয়া, যানজট, অগ্নিকাণ্ড, বাল্য বিয়েসহ নানা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান,পৌর মেয়র আ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি,শাহজাহান মোল্লা, জসীম উদ্দীন সওদাগর, জালাল উদ্দিন খন্দকার, তাইজুল ইসলাম মোল্লা, মোজাম্মেল হক, সাদেক সরকার,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাব সভাপতি মো. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com