সোনিয়া আফরিন।।
কুমিল্লা হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১৫ সেপ্টেম্বর) কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফুলের পাপড়ি ছিটিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন ২য় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় অতিথিবৃন্দ সহ সকলে হাততালি দিয়ে তাদের বরণ করেন।
রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুপ্ররনা ও উপদেশমূলক বক্তব্য দেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, অভিভাবক ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়া শিউলী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক এস এম শাহীন, অভিভাবক শিউলী আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।