সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক মো. মাওলা হোসেন (৩৩) মারা গেছেন।
আজ রবিবার (৭ মে) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাওলা হোসেন ঘনিয়ারচর গ্রামের মো. আবদুস সালামের ছেলে ও ঘনিয়ারচর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নিহত মাওলা হোসেনের মামা মো.রফিকুল ইসলাম জানান মাওলা হোসেন সিএনজি যোগে গৌরীপুর থেকে বাড়ি আসার পথে দুপুর সাড়ে ১২ টার দিকে কৃষি ইনস্টিউটের সামনে তাকে বহনকারি সিএনজির সাথে একতা বাস সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে চিকিৎসারত অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
এ দিকে একটি শিক্ষকের মৃত্যুর সংবাদে শিক্ষক সমাজ ও এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে এলাকাবাসির পক্ষ থেকে বেপরোয়া যানচলাচল নিয়ন্ত্রনে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com