সোনিয়া আফরিন
কুমিল্লার হোমনার জগন্নাথকান্দিতে বজ্রাঘাতে আফাজ উদ্দিন উরফে আফাল মিয়ার মেজো ছেলে মো. আলমগীর (৩৮) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫) নামে ২জন নিহত হয়েছে।
এসময় আশ্বিনী চন্দ্র দাসের ছেলে অমূল্য চন্দ্র দাস (৪৫) ও স্বর্গীয় চন্দ্র মোহন দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৬০) নামে আরো ২জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের উদ্ধার করে মো. নাজিরুল হক ভূঁইয়া চেয়ারম্যান হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠালিয়া নদীতে মাছ ধরতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে ১নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া নিশ্চিত করেন।
তিনি জানান, আমি খবর পেয়ে রাতেই আহতদের উদ্ধার করি এবং হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। তবে অমূল্য চন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। নিহতদের নিয়মানুযায়ী দাফন-কাফন ও অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com