সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে "শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা" ও "টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, ওসি (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, উপজেলা তথ্য আপা হামিয়া কাউসার মীম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের মো. আল আমিন প্রমুখ।
পরে কিশোর কিশোরী ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com