সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি উন্নতমানের ফলজ গাছ বিতরণ করা হয়েছে। ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার মাঠে চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলার নির্বাহী অফিসার রুমন দে।
ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পরিচালক সাঈদ আলমের সভাপতিত্বে চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের,প্রভাষক দেলোয়ার হোসেন, হোমনা থানার এসআই নুরুল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক ও মানবসেবামূলক কাজ নিরলসভাবে করে আসছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com