সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
জানা গেছে,প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ উদ্বোধন করা হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কৃষকের চাহিদার পরিপ্রেক্ষিতে এসিআই মটরস লিঃ এর একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৫০% ভর্তুকীতে হোমনা পৌরসভার আহাম্মদ এর কাছে বিতরণ করা হয়। যা সরকার কর্তৃক নির্ধারিত উন্নয়ন সহায়তার পরিমান ৬ লক্ষ টাকা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com