সোনিয়া আফরিন।।
করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করেও করোনায় আক্রান্ত কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার।
মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
জানাগেছে,ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার ৭ ফেব্রুয়ারি টিকা গ্রহণের পর যথারীতি ২ মাস বিরতিতে ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণও সম্পন্ন করেছিলেন। দ্বিতীয় ডোজ গ্রহণের দুই মাস পর করোনায় আক্রান্ত হলেন তিনি। টিকা গ্রহণ করেও ডাক্তারের করোনা আক্রান্তের খবরে অনেকের মাঝেই নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বর্তমানে শরীর ব্যথা, সামান্য জ্বর, মাথাব্যথা, প্রচণ্ড দুর্বলতা, আর নাকে কোনো গন্ধ পাচ্ছে না বলে জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com