সোনিয়া আফরিন।।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার বিশিষ্ট রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোমনা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ( দুলাল) স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল লীগের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় হোমনা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে " হোমনা বাজার একাদশ বনাম ফ্রেন্স ওয়ার একাদশ অংশ গ্রহন করেন। উক্ত খেলায় বাজার কমিটি একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে ফ্রেন্স ওয়ার একাদশ চ্যাম্পিয়ন হন।
খেলায় দুলাল স্মৃতি পরিষদের সভাপতি মো.জহিরুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার , মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান সেলিনা আলম,পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মো.শাহিনুজ্জামান খোকন হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল হোসেন সজীব,সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম,হোমনা বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল, দুলাল স্মৃতি পরিষদের পরিচালক ও যুবলীগ নেতা তরিকুল ইসলাম পিয়াস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল সরকার সহ সহাস্রাধিক ব্যক্তি উক্ত ফাইনাল খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন দুলাল স্মৃতি পরিষদের পরিচালক মো.আরিফুল ইসলাম জনি, সাইদুল ইসলাম ও গোলাম ফারুক। ধারা বনর্না দেন সাংবাদিক কবি দেলোয়ার।
পরে বিজয়ী ও বিজিত টিমের মাঝে পুরস্কার(টফ) বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com