সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ব্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন । উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন নিলখী ইউনিয়ন একাদশ বনাম ঘারমোড়া ইউনিয়ন একাদশ।
এতে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে পৌর মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুজ্জামান খোকন,যুগ্ম সাধারন সম্পাদক গাজী ইলিয়াস, যুবলীগ সাধারন সম্পাদক কায়সার আহমেদ, স্বেচ্ছাসেবলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগন, দলীয় নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক দর্শক খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টে হোমনা পৌরসভা ও ৯ টি ইউনিয়ন অংশ গ্রহন করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com