সোনিয়া আফরিন।।
"দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই শ্লোগানে কুমিল্লার হোমনায় রক্তদান,পরিচ্ছন্নতা কর্মসূচী ও ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২১ পালিত।
আজ ১ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভা শেষে যুবদের মাঝে ৬ লক্ষ ৩০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোমনা থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল বারী নয়ন, উপজেলা চেয়ারম্যান মোসা রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, হোমনা সরকারী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মো. ফারুক হোসেন, সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম সাজু, সাংবাদিক মো. কামাল হোসেন, মহিলা বক্তা জিনাত আফরোজ, পুরুষ বক্তা আলমগীর হোসেন।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. শাহেদুল হক দেওয়ানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
পরে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর আয়োজনে রক্তদান কর্মসূচী,র্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
এসময় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন গ্রীন ভয়েস হোমনা উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ আনোয়ার,যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক এম,এ কাশেম ভূইয়া,সাংবাদিক তপন মিয়া সরকার,সাংবাদিক কবি দেলোয়ার,সাংবাদিক সোনিয়া আফরিন।
এ ছাড়াও রামকৃষ্ণপুর কলেজ শাখা গ্রীন ভয়েস এর আহ্বায়ক শাহরিয়ায় কবির হৃদয়,যুগ্ম-আহ্বায়ক নীলয় ঘোষ,মুশফিকুর রহমান,জয়দেব,রাকিব,ইয়াকুব,আরিফিন,
বায়েজিদ। সেচ্ছায় রক্তদান সংগঠন মুক্ত-জীবন এর সদস্য আরিফুর রহমান,প্রত্যয় সাহা উপস্থিত থেকে সংহতি জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ শাখার বহ্নিশিখার সদস্য বহ্নি শামীমা সুলতানা, বহ্নি মুন্নী আক্তার, বহ্নি মার্জিয়া সুলতানা, বহ্নি নুসরাত আক্তার, বহ্নি আর্নিকা আক্তার প্রমূখ।
রক্তদান কর্মসূচীতে রক্তদান করেন মুক্ত-জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠন এর সদস্য ও রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ছাত্রী মার্জিয়া সুলতানা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com