সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী ফুটবল টুূনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
পবিবেশবাদী যুব সংগঠন "গ্রীন ভয়েজ "এর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মুক্তজীবন সংগঠনের স্বেচ্ছায় রক্তদাতা এ পজেটিভ একাদশ বলাম ও পজেটিভ একাদশ অংশ গ্রহন করেন।
খেলায় এ পজেটিভ একাদশকে ১-০ গোলে পরাজিত করে ও পজেটিভ একাদশ চ্যাম্পিয়ন হয়।
রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।
গ্রীন ভয়েজের আহবায়ক সাংবাদিক সৈয়দ আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রীন ভয়েজের প্রধান সমন্বয়ক মো.আলমগীর কবির, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো.সফিকুল ইসলাম, ওসি মো.আবুল কায়েস আকন্দ, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, কামাল স্মৃতি কালিকা উচ্চ বিদ্যালয়ের সদস্য ডা.মো. ইসমাইল হোসেন বাবু, রামকৃষ্ণপুর কে কে আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।
ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুল হক ম্যানেজার, সমাজ সেবক মো. হুমায়ুন কবির সুমন, হারুন মমিন, রুবেল রানা, মো. ফুল মিয়া বেপারী আঃ রহমান, গ্রীন ভয়েজের ইসরাত জাহান,(রা.বি,) ফাতেহা শারমীন এনা(ঢা.বি) তিতরি নাজনিন( ঢাকা টিচার ট্রেনিং কলেজ) শামীমা মাহবুব (ঢা. বি), সাংবাদিক সোনিয়া আফরিন প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com