বি এম ফয়সাল।।
১১ জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস -১১ জুলাই" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, কুমিল্লা জেলা প্রশাসন মো. আমিরুল কায়ছার ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, এই যুদ্ধে আমাদের সন্তান আব্দুল কাইয়ুম প্রাণ দিয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের একটাই দাবি—১১ জুলাই যেন একটা স্বীকৃতি পায়। আমি উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন শিক্ষার্থীদের কথা ভেবে দেখেন।
তিনি আরও বলেন,আমরা বিচারের সংকট দেখতে পাচ্ছি। বিচারের নামে মামলা বাণিজ্যের কথা শোনা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে সচেতন হওয়া প্রয়োজন।
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, জুলাই আন্দোলনে আহত হওয়া কুবির ১১জন শিক্ষার্থী এখনো তাদের চিকিৎসায় ব্যয় হওয়া ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছে, উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন ১১জন আহতদের দিকে সুহৃদয় দৃষ্টি দিবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী,কর্মকর্তা এবং শিক্ষার্থীদের মধ্যে যারা আন্দোলন দমানোর জন্য জড়িত ছিলেন আমরা তাদের ডাটা কালেকশন করছি। আমরা একটি কমিটি গঠন করেছি। আপনারা সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কমিটির কাছে জমা দিবেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্যের শুরুতেই স্মরণ করেন কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ আবদুল কাইয়ুমকে। পরবর্তীতে তিনি ১১ জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেন এবং স্মৃতি স্তম্ভ স্থাপনের আশ্বাস দেন । এছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়কে তিনটি বাস উপহার দেওয়া হবে বলে জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com