
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সাংবাদিক সমাজের সবচেয়ে বড় খেলাধুলার আসর ‘কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ১৭তম আসরের জার্সি উন্মোচিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে ৬ দলের জার্সি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা।
আগামী ৪ ডিসেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, সি টি ভি নিউজ ২৪-এর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও দপ্তর সম্পাদক গাজী সেলিম মুন্সী, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাহির তাজওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সভাপতি আবু রায়হানসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও অধিনায়ক
জার্নালিস্ট ইউনাইটেড – নেতৃত্বে: সাদিক মামুন (দৈনিক ইনকিলাব)
রিপোর্টার্স গ্লাডিয়েটরস – নেতৃত্বে: ইমতিয়াজ আহমেদ জিতু (দৈনিক আজকের কুমিল্লা)
নিউজ হান্টার্স – নেতৃত্বে: মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি)
মিডিয়া ওয়ারিয়র্স – নেতৃত্বে: জহিরুল হক বাবু (আরটিভি ও দৈনিক কালবেলা)
টিম ধর্মসাগর – নেতৃত্বে: আশিকুর রহমান (জাগরণী টিভি)
টিম গোমতী – নেতৃত্বে: জসিম চৌধুরী (মাই টিভি)
খেলার সময়সূচি-
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার- সকাল ৮টা: মিডিয়া ওয়ারিয়র্স বনাম জার্নালিস্ট ইউনাইটেড, দুপুর ১টা: গোমতী বনাম ধর্মসাগর
৫ ডিসেম্বর, শুক্রবার- সকাল ৮টা: রিপোর্টার্স গ্লাডিয়েটরস বনাম নিউজ হান্টার্স
এবারের আসরে কুমিল্লায় কর্মরত মোট ১৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। সাংবাদিকদের এই বার্ষিক খেলাকে ঘিরে ইতোমধ্যে পুরো জেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com