
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭–তম মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিউজ হান্টার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে জার্নালিষ্ট গ্লাডিয়েটরস।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজ হান্টার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আবুল কালাম আজাদ। এছাড়া আসিফ মান্না ১৮, আবরার আল দাইয়ান ১৫, অধিনায়ক মাহফুজ আনোয়ার সৌরভ ১৭, রাজিব দাস ২০, নয়ন ৩ রান, আশিকুর রহমান ১ রান, জাহিদুর রহমান ২ রান এবং জুয়েল খন্দকার অপরাজিত ১৯ রান করেন।
জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের পক্ষে সাইফুল সুমন ৩টি, ইয়াছিন মিয়া ২টি, সুমন কবির, মাহফুজ নান্টু ও সোহেল একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জার্নালিষ্ট গ্লাডিয়েটরস। দলের পক্ষে ইয়াছিন মিয়া অপরাজিত ৫৬ রান করেন। এছাড়া অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ২৫ রান, শরীফুল ইসলাম ২৯ রান, মাহফুজ নান্টু ৯ রান ও সুমন কবির অপরাজিত ৭ রান করেন।
নিউজ হান্টার্স এর পক্ষে মাহফুজ আনোয়ার সৌরভ ও মাইনুল হক স্বপন একটি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ইয়াছিন মিয়া ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দৈনিক কালবেলা ও আরটিভির প্রতিনিধি জহিরুল হক বাবু এবং সাংবাদিক মাহিন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com