সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা পৌরসভা ২০২১-২২ অর্থবছরের জন্য ৪৪ কোটি ২২ লাখ ৭ হাজার ১৯৬ টাকার বাজেট ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৯ জুন) সাড়ে ৫ টায় হোমনা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। এতে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা।
জানাগেছে,২০২০ -২১ অর্থবছরের বাজেট ছিল ১৯ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮৭৪ টাকা। ব্যয় ধরা হয়েছিল ১৮ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৯৫১ টাকা। সমাপ্তি জের ছিল ৪৬ লাখ ৫১ হাজার ৯২৩ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র মো.শাহনুর আহম্মেদ সুমন, পৌর সচিব মো. শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন,হিসাবরক্ষন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর সুকিয়া বেগম ও শিল্পি বেগম, কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. সফিকুল ইসলাম( সবু) মো. আবুল কালাম আজাদ, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল,আবদুল কাদির, মো.আবদুল সোবাহান সহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com