কুবি প্রতিনিধি।।
সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হবে সশরীরে ক্লাস। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, ‘সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এবিষয়ে উপচার্যের সাথে কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ২২ তারিখ সশরীরে ক্লাস-পরীক্ষা নিতে বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলােতে চিঠি দেওয়া হবে।’
এছাড়াও আগামী ২৭ ফেব্রুয়ারী থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘আমাদের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। আমরা ২৭ তারিখ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে পারবো।’
প্রসঙ্গত, করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দুই দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ জানুয়ারী এক জরুরি সভায় হল খোলা রেখে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সশরীরে পরীক্ষা চলমান রাখা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com