
স্টাফ রিপোর্টার।।
৪৩তম জাতীয় জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ রানার্সআপ হওয়া কুমিল্লা জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও টিম কর্মকর্তাদের মধ্যে প্রাইজমানি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রাইজমানি তুলে দেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এড-হক কমিটির সদস্য সচিব আফাজ উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এড-হক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহী, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেক জেমস, ম্যানেজার ফখরুল ইসলাম উল্লাস, মানিক কুমার দে প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন দল ও বিভাগীয় কমিশনার কাপ ফুটবলের রানার্সআপ খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে। তারা বলেন, কুমিল্লার খেলাধুলার অগ্রযাত্রা অব্যাহত রাখতে জেলা ক্রীড়া সংস্থা সবসময় খেলোয়াড়দের পাশে থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com