সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় ৬মাসের সাঁজা নিয়ে দশ বছর ধরে পুলিশের তালিকায় পলাতক থাকা এক আসামীকে গ্রেফতার করেছেন থানার এএসআই মো. মাসুদ রানা।
আজ ২৭জানুয়ারী শুক্রবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাড়মোড়া গ্রামের নির্জন চকের (জমিতে) মধ্যে জুয়া খেলা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মো. আলমগীর হোসেন ছোট ঘারমোড়া গ্রামের মো. তোতা মিয়ার ছেলে।
সে হোমনা থানার একটি জিআর মামলায় কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালতের দেয়া রায়ে ৬মাসের সশ্রম কারাদন্ড ও ৫শ' টাকা জরিমানা অনাদায়ে আরো ১০দিনের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ছিলো।
এ বিষয়ে এএসআই মো. মাসুদ রানা জানান, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মীর মুহসীন মাসুদ রানা স্যার ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম স্যারের দিক নির্দেশনা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দশ বছর ধরে পালিয়ে থাকা আসামী আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রথমে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে সজোরে দৌড়ে অন্যান্য পুলিশ সদস্যের সহযোগিতায় আটক করতে সক্ষম হই। আগামীকাল (আজ শনিবার) কারাগারে প্রেরণ করা হবে।