কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৫৪ বোতল বিদেশি মদ ও দুটি তলোয়ারসহ শারুখ খান নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা।
তথ্যটি শনিবার (৩০ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে র্যাবের একটি দল উপজেলার কালিকাপুর ইউনিয়নে বিজয়পুর গ্রামে শারুখ খানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
এ সময় তাঁর ঘর থেকে ৫৪ বোতল বিদেশি মদ ও দুটি ধারালো তলোয়ার জব্দ করে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে শারুখ খানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করে থানায় সোপর্দ করেছে।