আগামীকাল থেকে কুমিল্লায় তিন দিনব্যাপি ‘শচীন মেলা’ শুরু

নেকবর হোসেন।।
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণ স্মরণে আগামীকাল ২৯ অক্টোবর থেকে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপি শচীন মেলা।

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থাস্থ শিল্পীর বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এফ.এম আবদুল মঈন।

অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিন দিনব্যাপি মেলা উপলক্ষ্যে জেলা প্রশাসন ঘোষিত অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ২৯ অক্টোবর বিকাল তিনটায় শচীন মেলার উদ্বোধন, সোয়া তিনটায় আলোচনা সভা এবং বিকাল সাড়ে চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরদিন ৩০ অক্টোবর সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা, বিকাল তিনটায় সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং তৃতীয় দিন সোমবার বেলা তিনটায় আলোচনা সভা, বিকাল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠান এবং বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page