জঙ্গীবাদ-বিশৃঙ্খলাসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত- কুমিল্লায় আইজিপি

মোঃ জহিরুল হক বাবু।।
জঙ্গীবাদ ও রাজনৈতিক বিশৃঙ্খলা সহ আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথাগুলো বলেন।

আইজিপি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত। অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, পুলিশ জঙ্গিবাদ দমনে সফল। জঙ্গীরা যত পরিকল্পনাই করুক না কেন পুলিশ তা প্রতিহত করতে একদাম এগিয়ে থাকে। জঙ্গিবাদ দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে দেশের সাধারণ জনগনসহ মিডিয়াও ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা পুনাক সভাপতি অর্পণা বৈদ্য সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যসহ জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page