
সংবাদ বিজ্ঞপ্তি।।
কৃত্রিম বুদ্ধিমত্তার অপ-ব্যবহার করে নির্বাচনকে সামনে রেখে অনলাইনে গুজব ছড়ানোর ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সাংবাদিকেরা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির প্রথমদিনে এমন আশঙ্কার কথা জানান তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সত্য তথ্য উপস্থাপনে সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং বিষয়ে জানাটা জরুরী।
দুইদিনের দিনের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৪ জন সাংবাদিক। তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের হাতে-কলমে শেখানো হবে। পরে তারা নিজ জেলায় আরও দশজন করে সাংবাদিকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সাংবাদিকেরা সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হবেন।
অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করেছে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ- সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।