কুমিল্লা নিউমার্কেট বিদ্যুৎস্পৃষ্টে প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (৩০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেট এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে ও নিউমার্কেটের আন্ডারগ্রাউন্ডে আনিকা প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সোহাগ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এক পর্যায়ে তিনি ফোনে কথা বলতে বলতে মেশিনের ওপর পা রাখলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page